কেশবপুরে সাবেক যুবলীগ নেতা শাহাদাৎ আটক

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৯ পিএম
কেশবপুরে সাবেক যুবলীগ নেতা  শাহাদাৎ আটক

যৌথবাহিনীর অভিযানে কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেনকে (৫৭) আটক হয়েছে। তার বাড়ি উপজেলার আলতাপোল গ্রামে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় বলেন, আটক শাহাদাৎ এর নামে কেশবপুর থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে যার নম্বর -৮,তারিখ ০৮/০৫/২৫। সোমবার রাতে তাকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে।  মঙ্গলবার দুপুরে আটককৃতকে আদালতে সোর্পদ করা হয়েছে। দীর্ঘ দিন ধরে আটক যুবলীগ নেতার নামে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।