কাপাসিয়ায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৪০ পিএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৪০ পিএম
কাপাসিয়ায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস
গাজীপুরের কাপাসিয়ায় বারি সরিষা-১৪ জাতের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও ব্লকের তিন একর জমিতে প্যাটার্নভিত্তিক ব্লক সরিষা প্রদর্শনী হয়। ২০২৫-২৬ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় সরিষা প্রদর্শনীর এ প্রকল্পের বাস্তবায়ন করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হাই, বাস্তবায়নাধীন প্রকল্পের ঢাকা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান সরকার, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুরাইয়া আক্তার ও কৃষিবিদ অলি ভৌমিক প্রমুখ। এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তরগাঁও ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উত্তর খামের ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেহেনা সুলতানা ও কৃষকবৃন্দ। কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাঠ দিবসে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধি ও বীজ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে