রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে তলব করা হয়েছে। রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. কামরুন নাহার রবিবার তাকে শোকজ নোটিশ জারি করেন। নোটিশটি সোমবার গোদাগাড়ী থানায় পৌঁছানো হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সকল অটোরিঙ্া ও সিএনজি চালকদের চাদর, মাফলার ও ধানের শীষের ফ্ল্যাগ বিতরণ করেছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
এই কারণে তাকে বুধবার (১৪ জানুয়ারি) স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। ই/তা