হাদি, মুছাব্বির, সাম্য, প্রতিটি হত্যার বিচার হবে এই মাটিতেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:১১ পিএম
হাদি, মুছাব্বির, সাম্য, প্রতিটি হত্যার বিচার হবে এই মাটিতেই: মির্জা ফখরুল

দেশের রাজনীতিতে আলোচিত একাধিক হত্যাকাণ্ডের বিচার নিয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এই দেশেই হতে হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে মির্জা ফখরুল এসব কথা বলেন। পোস্টে তিনি ঢাকায় ফেরার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে হত্যাকাণ্ডগুলোর বিচার নিয়ে নিজের প্রত্যয়ের কথা জানান।

ফেসবুক পোস্টে বিএনপির মহাসচিব লেখেন, ঢাকায় বিমানবন্দরে নামার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে এগিয়ে আসেন এক তরুণ দম্পতি। তখন ওই তরুণ বলেন, “স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি।” এই কথাই তাঁকে গভীরভাবে নাড়া দেয় বলে উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল লেখেন, “একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কী উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো।” এরপর তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “এর বিচার হতেই হবে। মুছাব্বির, সাম্য, প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।”

বিএনপি মহাসচিবের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে এটি শুধু একটি ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, বরং আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার প্রশ্নে দলের অবস্থানকেও নতুন করে সামনে আনছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

আপনার জেলার সংবাদ পড়তে