নোয়াখালীর সেনবাগে মেয়াদ উত্তির্ন বিক্রয় ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ মওজুদ এবং কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ফামের্সী মালিকের নিকট থেকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের আদালত। ফামের্সী গুলো হচ্ছে :সেনবাগ পৌর শহরের সরকারি হাসপাতালের সামনে মক্কা মেডিকেল হলের মালিক মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা, রাজ্জাক মেডিকেল হলের মালিক আবুল বাশারকে ১০ হাজার টাকা, সরকারি পাইলট হাই স্কুল গেট সংলগ্ন নিউ মেডিসিন কর্নারের মালিক আমিন রসুলকে ৩০ হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউজের মালিক গোলাম রসূলকে ৩০ হাজার টাকা । মঙ্গলবার রাতে সেনবাগ পৌর শহরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ড্রাগ সুপার মোঃ শাহজাহান ভুঁইয়া ও সেনবাগ থানা পুলিশের একটি দল। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।