ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ তৈরি হয়েছে। মাঝখানে মাত্র একদিনের ছুটি নিতে পারলেই লম্বা এই অবকাশ মিলবে, যা অনেকের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।
ক্যালেন্ডার অনুযায়ী, বুধবার (২১ ফেব্রুয়ারি) সরকারি ছুটি। এরপর শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ও শনিবার (২৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায় ওই সপ্তাহে টানা বিশ্রামের সুযোগ আগে থেকেই আছে। এর সঙ্গে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরপর চার দিন ছুটি ভোগ করতে পারবেন।
এ ছাড়া আরেক দফায় একই সুযোগ তৈরি হচ্ছে শবে বরাতকে ঘিরে। শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এর পরদিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর আগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ও শনিবার (২৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। মাঝখানে শুধু রোববার (২৫ ফেব্রুয়ারি) অফিস খোলা থাকছে। এই একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, শবে বরাত উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একদিনের ছুটি সামলাতে পারলে সরকারি চাকরিজীবীরা পরিবার বা ব্যক্তিগত কাজে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।