বরিশাল নগরীতে নীরবে ছড়িয়ে পরেছে জাল টাকা। খুচরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ বুঝে ওঠার আগেই প্রতারণার শিকার হচ্ছিলেন অনেকে। অবশেষে জাল নোটের রহস্য উন্মোচন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বরিশালে বিপুল পরিমাণ জাল টাকাসহ চার কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মো. ফিরোজ জানিয়েছেন- মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা তৃতীয় গলির বাসিন্দা শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। তারা সবাই শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। ডিবি সূত্রে জানা গেছে, শহরের বগুড়া রোড এলাকায় একটি চায়ের দোকানে ১০০ টাকার একটি নোট দিয়ে সিগারেট ক্রয় করতে যায় শাওন ও আলিফ। নোটটি হাতে নিয়ে দোকানদারের সন্দেহ হয়। তিনি স্থানীয়দের সহায়তা নেন। তল্লাশি করে ওই দুই কিশোরের কাছে আরও কয়েকটি সন্দেহজনক নোট পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হলে স্থানীয়রা তাদের আটক করে গোয়েন্দা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় তানভীরের বাসায় অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ জাল ১০০ ও ৫০ টাকার নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। এরপর তানভীরের দেওয়া তথ্যানুযায়ী নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক মো. ফিরোজ আরও জানিয়েছে ,আটক কিশোরদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধভাবে জাল টাকা তৈরি করে নগরীর বিভিন্ন দোকান ও বাজারে ছড়িয়ে দিতো।