মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি অবস্থিত শাহ শের আলি গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্ট পরিদর্শন এসে দোয়া করেন ভুইঘর হাকিমাবাদ খানকা শরীফের পীর সাহেব মোহাম্মদ শামীম আক্তার কচি, বুধবার দুপুর ১২:০০ টায় শাহ শের আলি গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্ট ও অনন্যা মাঠ পাসপোর্ট পরিদর্শন করেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ভুইঘর হাকিমাবাদ খানকা শরীফের খলিফা ড,আব্দুল মান্নান সরকার, ভুইঘর হাকিমাবাদ খানকা শরীফের খলিফা মো: আজারুল ইসলাম হারুন, ভুইঘর হাকিমাবাদ খানকা শরীফের খলিফা মো: নুরুল আমিন পাটোয়ারি, ভুইঘর হাকিমাবাদ খানকা শরীফের খলিফা মো: অহিদুল্লাহ, ভুইঘর হাকিমাবাদ খানকা শরীফের খলিফা পরিদর্শন শেষে তিনি বলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুন্দর পরিবেশে আরাম আয়সে বসে খাবারের সুন্দর পরিবেশ এখানে রয়েছে ছোট ছেলেমেয়েদের জন্য খেলা করার কিডসজোন, বিভিন্ন মাছ দেখার জন্য একোরিয়াম, বিভিন্ন প্রকার পাখি, গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে।