দিনাজপুরের চিরিরবন্দরে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের দাবি ও ট্রাক্টর চালকের গ্রেফতারে দাবিতে ২য় দিনের মত সড়ক অবরোধ করেছে আমেনা বাকি স্কুলের শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে ট্রাক্টর চালককে গ্রেফতারের আশ্বাসে উপজেলা প্রশাসনের ঘোষনার পর অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। গতকাল ১৪ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় উপজেলার আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা দিনাজপুর হতে পার্বতীপুর আঞ্চলিক সড়কের ঘুঘুরাতলী মোড়ে ২য় দিনের মত রাস্তা অবরোধ শুরু করে। অবরোধের ফলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে করে যাত্রীরা চরম বিড়ম্বনার শিকার হয়ে দুর্ভোগে পড়েন। দুপুর ১ টায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আহসান হাবীবসহ থানা পুলিশ অবরোধ স্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধ ও ২৪ ঘন্টার মধ্যে ট্রাক্টর চালককে গ্রেফতারের ঘোষনা দেন। এতে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে দুপুর দেড়টায় ৪ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে। উল্লেখ্য গত ১২ জানুয়ারী সোমবার বিকেল সাড়ে ৩ টায় ট্রাক্টরের ধাক্কায় আমেনা বাকি স্কুলের এসএসসি পরিক্ষার্থী স্কুল ছাত্র খালিদ মোহাম্মদ নিহত হন ও শিক্ষকসহ কয়েকজন ছাত্র আহত হয়।