ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা মুহাম্মদ মুর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে উপজেলায় সাধারন ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। গত ৪ জানুয়ারীএক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আপিল শুনানির তৃতীয় দিনে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন। এর ফলে ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে তাঁর আর কোনো আইনগত বাধা রইল না। রাজনৈতিক জীবনে মুহাম্মদ মোর্শেদ আলম ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি হবিরবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এবং বাংলাদেশ কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ ফোরামের মহাসচিব হিসেবেও দায়িত্বপালন করেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।