ময়মনসিংহে থানায় মামলা, গ্রেফতার ৭

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম
ময়মনসিংহে থানায় মামলা, গ্রেফতার ৭

ময়মনসিংহ শহরতলীতে এজাহারভুক্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের ওপর হামলা করে হাত করাসহ আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ ও র‌্যাব রাতভর অভিযান চালিয়ে ওই আসামীর বাবাসহ ৭জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আতঙ্কে ওই এলাকার বেশিরভাগ পুরুষ সদস্য এখন গ্রামছাড়া। গ্রেফতারকৃতরা হলো- নগরীর দিঘারকান্দা (ফিশারির মোড়) এলাকার মৃত সুমেদ আলীর ছেলে সাগর আলী (৬১), সাগর আলীর ছেলে একেএম রেজাউল করিম (৩৯), মজুর উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন (৩৭) ও মো. সুজন মিয়া (২৭), মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. খলিলুর রহমান (৪০), মৃত আ. রাজ্জাকের ছেলে মো. নাজিম উদ্দিন (৪২) এবং সদর ইউনিয়নের চর বড়বিলা এলাকার মৃত জবেদ আলী মুন্সির ছেলে জয়নাল উদ্দিন (৫২)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরতলীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় মামলার আসামী স্থানীয় সাগর আলীর ছেলে আরিফুল ইসলাম ধরতে গেলে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। বর্তমানে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান কোতুয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। এ ঘটনায় গতরাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকরাসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করে। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ও এলাকাবাসী জানান, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে দিঘারকান্দা এলাকার সাগর আলীর পুত্র আরিফুল ইসলামসহ কয়েকজনের নামে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে রাসেল রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে এলাকাবাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে হাতকড়া পরিহিত আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে ৫ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরিফুলের বাবা সাগর আলীকে আটক করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তারে অভিযান চলছে। রাতভর অভিযান চালিয়ে আরো ৬জনকে গ্রেফতার করা হয়েছে।