দাবিতে অনড় শিক্ষার্থীরা, বৃহস্পতিবার তিন সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫০ পিএম
দাবিতে অনড় শিক্ষার্থীরা, বৃহস্পতিবার তিন সড়ক অবরোধের ঘোষণা

রাজধানীতে আলাদা দুটি দাবিকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করা তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছেড়েছেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে গাবতলী টেকনিক্যাল মোড়ে কর্মসূচির পরবর্তী ঘোষণা দেন বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি জানান, আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পুরান ঢাকার তাঁতিবাজার, সায়েন্স ল্যাব এবং গাবতলীর টেকনিক্যাল মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

মাসুম বিল্লাহ বলেন, “আজকের কর্মসূচি শেষ হলেও মূল দাবি থেকে আমরা একচুলও সরে আসছি না। এটি কোনো একদিনের কর্মসূচি নয়, আমাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের আন্দোলন।” আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

একই দিনে রাজধানীর ফার্মগেট এলাকায় সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে ফার্মগেট মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘ ভোগান্তির পর বিকেল ৪টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সড়ক ছাড়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী আবদুর রহমান রাফি। তিনি বলেন, “সহপাঠী সাকিব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।” তিনি জানান, জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে আপাতত সড়ক ছেড়ে দেওয়া হলেও দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১০ ডিসেম্বর) তিনি মারা যান। ঘটনার এক মাসের বেশি সময় পার হলেও বিচারিক প্রক্রিয়ায় অগ্রগতি না থাকায় শিক্ষার্থীরা বারবার আন্দোলনে নামছেন।

আপনার জেলার সংবাদ পড়তে