তজুমদ্দিনের সেই ঘাতক তামিম ঢাকায় গ্রেপ্তার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম সাদী; তজুমদ্দিন, ভোলা) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৮ পিএম
তজুমদ্দিনের সেই  ঘাতক তামিম ঢাকায় গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে পাওনা মাত্র ৬০০ টাকা নিয়ে বিরোধের জেরে মো. শাকিল মিস্ত্রি (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. তামিম হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার ১০০ ফিট রাস্তার একটি বাসা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত তামিম তজুমদ্দিন উপজেলার দক্ষিণ আড়ালিয়া  গ্রামের মো. সেলিমের ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ জানুয়ারি বিকেলে দক্ষিণ আড়ালিয়া  গ্রামে ক্রিকেট খেলা চলাকালীন পাওনা টাকা নিয়ে এই নৃশংস ঘটনার সূত্রপাত হয়। আসামি তামিমের কাছে শাকিলের ছোট ভাই রাকিব ৬০০ টাকা পাওনা ছিলেন। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতন্ড শুরু হলে শাকিল সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে তামিমকে চড় মারেন। এই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ওইদিন সন্ধ্যায় স্থানীয় কেরানির দোকানে টেলিভিশন দেখার সময় শাকিলের ওপর অতর্কিত হামলা চালায় তামিম। পেছন থেকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শাকিলের মাথায় সজোরে আঘাত করা হলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহত শাকিলকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জানুয়ারি ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত শাকিল পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে আসে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মো. ইউনুস বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ঘাতক তামিম এলাকা ছেড়ে পালিয়ে রাজধানীর ভাটারা এলাকায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে র‌্যাব-৮ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। র‌্যাব সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তজুমদ্দিন থানায় হস্তান—রের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে