ঋণখেলাপি সংক্রান্ত মামলায় চেম্বার আদালতের আদেশ বহাল থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। আপিল বিভাগের চেম্বার আদালত তাকে আপাতত ঋণখেলাপি হিসেবেই বহাল রেখেছেন, ফলে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী তার প্রার্থিতা কার্যত স্থগিত অবস্থায় রয়ে গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ বিষয়ে আদেশ দেন। একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টে জারি করা রুলটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত সংক্রান্ত চেম্বার আদালতের আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।
এর আগে, গত ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা-৪ আসনের এই বিএনপি প্রার্থীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। তবে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়।
চেম্বার আদালতে শুনানিকালে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, “মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে মামলার রুলটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হলে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।” অপরদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।
চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য মঞ্জুরুল আহসান মুন্সী আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। ফলে আপিল বিভাগেও তার জন্য স্বস্তি আসেনি। আদালতের এ অবস্থানের কারণে আইন অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।