ঢাকা-৮ আসনের নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে শঙ্কা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। একই সঙ্গে ব্যালট পেপারে অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তার ভাষ্য, এসব বিষয় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচনের নামে কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা তারা চান না, তবে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে।
নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তার দলের নেতাকর্মীরা শান্ত ও সুশৃঙ্খল। সে কারণেই কোনো উসকানিতে তারা পা দেবেন না। তবে কিছু প্রার্থী নির্বাচন কমিশনের আচরণবিধি অমান্য করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, “অনেকে ইচ্ছাকৃতভাবে এমন কথা বলছেন, যাতে নির্বাচনী পরিবেশ ঘোলাটে হয়।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি ব্যালট পেপার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, “ব্যালট পেপারে যা দেখছি, তা উদ্দেশ্যমূলক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের উচিত দ্রুত এসব অসঙ্গতি ঠিক করা।” তার মতে, এসব ত্রুটি ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।
মবোক্রেসি প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে বিএনপির এই নেতা বলেন, “মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।” তিনি আরও বলেন, দুর্বল প্রার্থীরা শক্ত প্রার্থীর বিরুদ্ধে কথা বলতেই পারে, কিন্তু কেউ যদি ঢাকা-৮ আসনে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তাহলে তার দায় তাকেই নিতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, কিছু বক্তব্য ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি খারাপ করার জন্য দেওয়া হচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “কোনো ধরনের উসকানিমূলক কথায় কান দেবেন না। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে, তারা কোনো প্ররোচনায় পা দেবে না।”
নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা বিনিময়ের সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, পল্টন থানা বিএনপির আহ্বায়ক এস এম আব্বাস, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শাকিল, সদস্য লোকমান ফকিরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।