মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা, কল্যাণ ভাতা এবং সর্বশেষ বেতনের ১৬৬ মাসের সমপরিমাণ অর্থ প্রদানসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাবুগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. ন. ম. আব্দুল হালিমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুভাষচন্দ্র পাল এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক। বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. শাহে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি অধ্যক্ষ আ. ন. ম. আব্দুল হালিম। বক্তারা বলেন, দীর্ঘদিন চাকরি শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অবসর ভাতা ও প্ল্যান ভাতা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবেন বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন। সম্পূর্ণ অরাজনৈতিক মতাদর্শে গঠিত অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আ. ক. ম. মো. মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নেতা মো. ফারুক বিন ওয়াহিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিপুল বিহারী, মানিকমিয়া মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমসহ অন্যান্য অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা। সভা থেকে অবিলম্বে ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়।