দৌলতপুরে মাদক ও চোরাচালানী মালামাল আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম
দৌলতপুরে মাদক ও চোরাচালানী মালামাল আটক

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জানুয়ারি ভোরে প্রাগপুর বিওপির একটি চৌকষ টহল দল দৌলতপুর উপজেলার বাগুয়ান ডাংমড়কা বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজন চোরাকারবারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ০৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের নাম মোঃ আসাদুজ্জামান সোহেল (৪৩) ও মোঃ আশিকুল (২৫)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২,৭০০ টাকা। এছাড়া,কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল মদ ও ১,০৩০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৩,৪৩,৫০০ টাকা। অপরদিকে, ১৪ জানুয়ারি সকালে  কাজিপুরি বিওপির একটি টহল দল কাজিপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ কেজি জিরা ও একটি বাইসাইকেল আটক করে। এর আনুমানিক সিজার মূল্য ৫৬,০০০ টাকা। বিজিবি জানায়, অভিযানে উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪,০২,২০০ টাকা। আটককৃত আসামী ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বুধবারপছন্দ করা হয়েছে বুধবার। এ ব্যাপারে থানায়  মামলা দায়েরকরা হয়েছে।  এছাড়া মালিকবিহীন মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে এবং চোরাচালানী মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে