আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম। বুধবার বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আজগর আলী, মঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, তরুন পার্টি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু, যুব সংহতির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক বেল্লাল হোসেন ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক লুৎফুনাহার।