বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের মাঝপথে জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে গিয়েছিলেন রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। জাতীয় দলের সতীর্থদের কাছে বিপিএল নিয়ে তার অভিজ্ঞতা এবং বাংলাদেশের ক্রিকেট পরিবেশের বর্ণনা তুলে ধরেছেন তিনি। ফাহিমের এই অভিজ্ঞতা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে বিপিএল সম্পর্কে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। রংপুর রাইডার্সের পক্ষে বিপিএলে খেলছেন ফাহিম আশরাফ। মাঝে সপ্তাহখানেকের জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলায় ছিল ফাহিমের সেই সফরের লক্ষ্য। ফাহিম আশরাফ জানান, জাতীয় দলে যোগ দেওয়ার পর তার সতীর্থরা বিপিএল নিয়ে অত্যন্ত কৌতূহলী ছিলেন। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জাতীয় দলে খেলতে গেলে তো সবাই খুশি হয়। সবাই জিজ্ঞেস করেছে বিপিএল কেমন হচ্ছে, দর্শক কেমন, আমাদের ছেলেরা কেমন করছে, উইকেট কেমন। সবার সাথেই লিগ নিয়ে কথা হয়েছে।’ এই বক্তব্যে স্পষ্ট যে, বিপিএল শুধু বাংলাদেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট মহলেও ক্রিকেটাররা বেশ আগ্রহী ছিলেন। মিরপুরের উইকেট সম্পর্কে ফাহিম আশরাফ তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘মিরপুরে যতবার খেলেছি, ভালো পিচই দেখেছি। বিপিএলেও তো ভালো পিচই দেখলাম। পাকিস্তান থেকে খেলতে এসেছিলাম, তখন একটু অন্যরকম ছিল। তবে বিপিএলে মিরপুরের পিচ আমি ভালোই পেয়েছি। ভালো লেন্থে বল করলে সুবিধা পাওয়া যাবে, ব্যাটাররাও সুবিধা পায়।’ এছাড়াও ফাহিম জানান যে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ফাহিম আশরাফের পছন্দের তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। রংপুর রাইডার্সের সতীর্থদের প্রতিও তার প্রশংসা ছিল। তিনি বলেন, ‘বাংলাদেশে আমার পছন্দের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। (রংপুর দলের) তাদের সবাইকে আমার পছন্দ। লিটনকে টিভিতে দেখেছি অনেক ভালো খেলতে। বাংলাদেশের সেরা খেলোয়াড়রাই আছে রংপুরে।’