স্ট্যাম্পে লিখিতভাবে ঘোষনা দিয়ে বিএনপিতে যোগ দিয়েছে পিরোজপুরের এক ছাত্রলীগ নেতা। পিরোজপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো: আতিকুর রহমান খান হৃদয় নামের এ নেতা আজ বুধবার ৫০ টাকা মূল্যমানের স্ট্যাম্পে নিজ স্বাক্ষরিত এক ঘোষনায় ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন। মো: আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার মো: আ: হান্নান খান ও আয়েশা সিদ্দিকা এর বড় ছেলে। আজ বুধবার হৃদয় ৫০ টাকার স্ট্যাম্পে লিখিতভাবে অঙ্গীকার করে বলেন, ‘২০১৭ সালে আমাকে জোরপূর্বক ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। আমি ছাত্রলীগে ২০২০ সাল পর্যন্ত সক্রিয় ছিলাম। এরপর থেকে আমি ছাত্রলীগের কোন কার্যক্রমের সাথে জড়িত নয়। বর্তমানে আমি জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করে বিএনপি ও এর পক্ষে কাজ করতে চাই।’ আতিকুর রহমান খান হৃদয় এর বাবা মো: আ: হান্নান খান জানান, আমার ছেলে হৃদয় কখনোই ছাত্রলীগ আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলো না। কিন্তু বর্তমানে আমরা মানবেতর জীবনযাপন করছি। এর একমাত্র কারণ হচ্ছে প্রতিনিয়তই আমার ছেলেকে খুঁজতে বাসায় পুলিশের লোকজন আসে। যা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর। আমার ছেলে কোনো মামলার আসামি না, আওয়ামীগের কোনো নেতা না। আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। তাই আমার ছেলে স্ট্যাম্পে লিখিত ঘোষনার মাধ্যমে বিএনপিতে যোগ দিয়ে বিএনপি'র পক্ষে কাজ করতে চায়।