সৈয়দপুরে সড়ক দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:২৫ পিএম
সৈয়দপুরে সড়ক দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। ১৪ জানুয়ারি সৈয়দপুর পৌরসভা কতৃক ওই অভিযান চালানো হয়। এতে পৌরসভার কর্মকর্তা,কর্মচারী ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্যরা অংশ নেয়। সৈয়দপুর শহরের অন্যতম ব্যস্ত সড়ক হল শহীদ ডাঃ শামসুল হক সড়ক। এ সড়কটি দখল করে ব্যবসায়িরা তাদের ব্যবসা করে আসছে দীর্ঘদিন থেকে। বর্তমানে এ সড়ক দিয়ে যাতায়াত করা বড় কষ্টকর। ব্যবসায়িরা তাদের দোকানের পণ্যগুলো সড়কের ওপর রাখে। কোন কোন ব্যবসায়ি সড়কে চকি পেতে তার ওপর পণ্য সাজিয়ে রেখে করছে ব্যবসা। ফলে সড়ক সংকোচিত হয়ে সৃষ্টি হয় যানজট। এ বিষয়টি নিয়ে ব্যবসায়ি সমিতির সাথে বসেও কোন কাজ হয়নি। যার কারণে সৈয়দপুর পৌরসভা কতৃক বেশ কয়েকবার চালানো হয় অভিযান। এ সময় তাদের মালামাল ব্যবহারের চকি,লাঠিসহ বিভিন উপকরণ জব্দ করে পৌরসভা। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। ব্যবসায়িরা সড়ক দখলে নিয়ে ব্যবসা করতে যেন অভ্যস্থ। সড়ক দখল করে ব্যবসার কারণে সব সময় লেগেই থাকতো যানজট। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। এ সমস্যা সমাধানে চালানো হয় অভিযান। এ সময় যারা সড়ক দখল করে ব্যবসার সাথে জড়িত তাদেরকে সতর্ক করা হয়। আবার যদি সড়ক দখল করা হয় তাহলে আইনগত ব্যবস্থার পাশাপাশি জরিমানার কথা বলা হয়। তবে অভিযানের সময় অনেক ব্যবসায়ি নিজ উদ্যোগে তাদের মালামাল সড়িয়ে নিতে দেখা যায়। সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়, আর সড়ক দখল করা যাবে না। সড়ক যাতে দখল না হয় সেদিকে তারাও নজর রাখবেন। আগামি ২১ জানুয়ারির মধ্যে সড়ক দখলমুক্ত করা হবে। পৌরসভার এমন অভিযানে কতিপয় ব্যবসায়ি মনোক্ষুন্ন হলেও খুশি হয়েছে সাধারণ পথচারি।

আপনার জেলার সংবাদ পড়তে