টঙ্গীতে সেনা অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৩জন গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি
| আপডেট: ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ এএম | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ এএম
টঙ্গীতে সেনা অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৩জন গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গী কেরানিটেক বস্তিতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেরানিটেক বস্তিতে এই অভিযান পরিচালিত হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে প্রেরণ করেন টঙ্গী পূর্ব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন-টঙ্গীর কেরানিটেকবস্তি এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন(১৮) একই এলাকার কবির হোসেনের ছেলে টিটু মোল্লা (১৯) ও ঢাকার দক্ষিণ খানের মোল্লারটেক এলাকার নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীর টেক বস্তিতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় ৩ মাদক কারবারি গ্রেপ্তার করা হয় । পরে তাদের হেফাজত থেকে ২ হাজার ১শত পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, ১টি ক্রেডিট কার্ড ও নগদ ৫৭ হাজার ৭শ ২ টাকা উদ্ধার করা হয়।পরবর্তীতে আসামীদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে