দাবি না মানলে ক্রিকেট বর্জন, সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৮ পিএম | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৩:২৮ পিএম
দাবি না মানলে ক্রিকেট বর্জন, সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
ছবি, সংগৃহিত

বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। 

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিথুন জানিয়েছেন, নাজমুল ইসলামের পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলে।

কোয়াবের সভাপতি মিথুন বলেন, “আমরা এখনও ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে… শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।”

আপনার জেলার সংবাদ পড়তে