রাণীনগরে অগ্নিকান্ডে নি:স্ব ব্যবসায়ী টুকু

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৭ পিএম
রাণীনগরে অগ্নিকান্ডে নি:স্ব ব্যবসায়ী টুকু

নওগাঁর রাণীনগরে দোকানে আগুন ধরে প্রায় ৭লাখ টাকার মালামাল পুরে ভস্মীভূত হয়েছে। হালের জমি বন্ধ রেখে,ধার দেনা করে দোকানে মালামাল তুলেছিলেন ব্যবসায়ী টুকু মন্ডল। এখন সব হারিয়ে :িস্ব হয়ে পরেছে ব্যবসায়ী তিনি। বুধবার গভীর রাতে সিম্বা বাজার স্ট্যান্ডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ী টুকু মন্ডল সিম্বা গ্রামের তাছের আলী মন্ডলের ছেলে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ব্যবসায়ী টুকু মন্ডল জানান,সিম্বা বাজার স্ট্যান্ডে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বুধবার সারা দিন এবং সন্ধার পর কিনা বেচা করে দোকান ঘরে তালা দিয়ে বাড়ীতে চলে যান। রাত অনুমান সাড়ে তিনটা নাগাদ জানতে পারেন তার দোকানে আগুন জ্বলছে। খবর পেয়ে সাথে সাথে দোকানে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ছুটে এসে প্রায় ৪০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্র করে। ততক্ষনে দোকানে থাকা ফ্রীজ,গরুর খাদ্য,হাঁসের খাদ্য,মুরগীর খাদ্যসহ বিভিন্ন মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে তার প্রায় ৭লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী টুকু মন্ডল। তিনি ধারনা করে বলেন,পাশেই একটি মিস্টির কারখানার চুলা রয়েছে। হয়তো কোন ভাবে সেখান থেকে আগুনের সুত্র পাত হতে পারে। একই সময়ে আগুনে পার্শ্বের মোজাফ্ফর হোসেনের চা-স্টল এবং এমদাদুলের দোকানের চুলার পার আগুনে পুরে ভস্মীভূত হয়েছে জানিয়েছেন তিনি। টুকু মন্ডল জানান,গত আড়াই বছর আগে সিম্বা বাজার স্ট্যান্ড দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। এর পর নিজের হাল চাষের ধানী জমি বন্ধক রেখে এবং বিভিন্ন আত্নীয় স্বজন ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। একমাত্র এই দোকান ছাড়া আর কোন কর্ম বা ব্যবসা নেই তার। কিন্তু শেষ পর্যন্ত আগুনে সব মালামাল পুড়ে যাওয়ায় নি:স্ব হয়ে পরেছেন। এতে জমি বন্ধক থেকে মুক্ত করতে এবং কিভাবে ধার দেনা শোধ করবেন তা নিয়ে চরম হাতাশায় পরেছেন। রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইদুল ইসলাম জানান,খবর পেয়ে সাথে সাথে দুটি ইউনিট নিয়ে ছুটে গিয়ে প্রায় ৪০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্র করা হয়েছে। তার পরেও দোকানের মালামাল পুড়ে ব্যপক ক্ষতি হয়েছে টুকু মন্ডলের। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় ব্যবসায়ী টুকু মন্ডল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অগ্নিকান্ডের ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে। আসলে কিভাবে আগুন ধরেছে তা উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।