বরিশাল-৩ আসনে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা বিএনপি নেতার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৪:০৪ পিএম
বরিশাল-৩ আসনে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা বিএনপি নেতার

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ সাত্তার খান। রোববার ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি জানান, দেশ ও মানুষের সেবার উদ্দেশ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলও করেছিলেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন কমিশনে দাখিল করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। লাইভ বক্তব্যে আঃ সাত্তার খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিত দলীয় কর্মী হিসেবে দলের ঐক্য ও শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত তাঁর কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় সংহতিই অধিক গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, একজন সুশৃঙ্খল দলীয় কর্মী হিসেবে তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবেন। একই সঙ্গে তাঁর এই সিদ্ধান্তে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সমর্থন ও ভালোবাসা কামনা করেন তিনি। বক্তব্যের শেষাংশে আঃ সাত্তার খান আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে একযোগে কাজ করা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে