কাপাসিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের মতবিনিময়

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৪:০৮ পিএম
কাপাসিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের মতবিনিময়
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে দুই শতাধিক মুক্তিযোদ্ধা এ সভায় অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ সামসুদ্দীন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। মতবিনিময় সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থিত সবাই স্বাধীনতা বিরোধী চক্রের যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় দেশ, জাতী ও সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক সেভাবে দেশের ক্রান্তিকালে আমাদের ভূমিকা রাখতে হবে। স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী সমাজকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের এসব বিভ্রান্তির ব্যাপারে সবাইকে দল মতের উর্ধ্বে উঠে সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদের মাটিতে বিগত দিনের মতো স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না এবং যেকোনো মূল্যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা আরো বলেন, বিগত পটপরিবর্তনের পর কাপাসিয়ার কৃতিসন্তান তাজউদ্দীন আহমদের সম্মানে উনার মূরাল যেভাবে রক্ষা করা হয়েছে ঠিক সেভাবেই আরেক কৃতিসন্তান প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ সুযোগ্য উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নানের সম্মান রক্ষার্থে যা করার তাই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্বাধীনতার স্বপক্ষের শক্তি যাতে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন, এব্যাপারে নেতৃবৃন্দ সবাইকে কাজ করার আহ্বান জানান। পরে শহীদ মুক্তিযোদ্ধা, আহত, মৃত ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম।
আপনার জেলার সংবাদ পড়তে