সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকায় ডাকাতির উৎপাত বৃদ্ধি পাওয়ায় পুলিশ ও আনসার বাহিনীর যৌথ অভিযানের মধ্যেও গতকাল বুধবার রাতে মহাসড়কের মৃধাকান্দী এলাকায় ডাকাতির সময় ডাকাতদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দুই ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে ডাকাতচক্রটি (নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩) নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে রবিন ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক দুইজনকে আটক করে। রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দী এলাকার হেলাল মিয়ার ছেলে।এসময় উত্তেজিত জনতা ডাকাতদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আটক দুই ডাকাতকে হেফাজতে নেয়। সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ সাংবাদিকদের জানান, পুলিশের অভিযানে দুই ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাতচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।