মাধবপুরে তারেক রহমানকে বরণ করতে প্রস্তুতি সভা

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:২১ পিএম
মাধবপুরে তারেক রহমানকে বরণ করতে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জনসভাকে সফল করতে মাধবপুর উপজেলা ছাত্রদলেরবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জনসভাকে সফল করতে মাধবপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবুল,যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল। ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য দেন মির্জা ইকরাম, এনামুল হক এনি, এমরান নাজির বাপ্পি, হামিদুর রহমান, ইকবাল শাহ রাব্বি, সাব্বির হোসেন বকুল, সেজান, আশরাফুল খান, নোমান চৌধুরী, মাসুদুর রহমান, সিয়াম, পাবেল, রিফাত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন আজ জাতি তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি জাতিকে একটি সুস্পষ্ট ও সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবেন। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদলকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের বিজয় নিশ্চিত করতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে ছাত্রদলই সবচেয়ে কার্যকর শক্তি।” একই সঙ্গে তিনি তারেক রহমানের সিলেট সফর যেন অর্থবহ ও সফল হয়, সে জন্য সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার জেলার সংবাদ পড়তে