মাধবপুরে বিএনপির হামলায় সাধারণ সম্পাদক আহত, গ্রেপ্তার ১

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:২২ পিএম
মাধবপুরে বিএনপির হামলায় সাধারণ সম্পাদক আহত, গ্রেপ্তার ১

হবিগঞ্জের মাধবপুরে রাজনৈতিক পদপদবি ও নির্বাচনী পরিচালনা কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অভ্যন্তরীণ কোন্দলের জেরে বহরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগে ওই কমিটির সভাপতি শাহীন আলম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবপুর থানার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বহরা ইউনিয়নে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। বুধবার সন্ধ্যায় কমিটি গঠন নিয়ে আলোচনায় বসেন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় কমিটির সদস্য তালিকায় নিজের অনুসারী বা পক্ষের লোক কম রাখা হয়েছে-এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন (৩৮)। এ নিয়ে সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীনের সাথে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিপন ও তার সমর্থিত কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমজাদ আলী শাহীনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত আমজাদ আলীকে উদ্ধার করে স্থানীয় লোকজন দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়ে ওঠে। বৃহস্পতিবার সকালে আহতের ছোট ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা (মামলা নং-১৭/২০২৬) হিসেবে নথিভুক্ত করে। মামলার পরপরই মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল আসামিকে ধরতে অভিযানে নামে। অভিযানে নিজ গ্রাম শ্রীধরপুর থেকে অভিযুক্ত শাহীন আলম রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত রিপন ওই গ্রামের মো. আব্দুল মালেক মধুলালের পুত্র। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটনা ঘটেছে। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার কাজ চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে