আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা জেলার সাবেক ডিসি আব্দুল বারী বলেছেন, "আমি যদি নির্বাচিত হই, তবে এই এলাকাকে একটি ইউনিক (অনন্য) এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করব। এ জনপদের মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করাই আমার মূল লক্ষ্য। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় ক্ষেতলাল থানা বাজারে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিসি আব্দুল বারী বলেন, নির্বাচিত হওয়ার আগেই আমি এলাকার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণসহ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে। বিশেষ করে এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই। এসময় তিনি সাংবাদিকদের এলাকার নানা অসংগতি ও বস্তুনিষ্ঠ তথ্য সাহসিকতার সাথে প্রচার করার আহ্বান জানান। ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলার বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আসিক পার্থ। পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম,জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি হাসান আলী। এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক আজকালের সংবাদ প্রতিনিধি আজিজুল হক, কালেরকণ্ঠ প্রতিনিধি রাসেল আহমেদ, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রশীদ, মানবজমিন প্রতিনিধি আবু হাসান, গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, আজকের সংবাদ প্রতিনিধি আব্দুল হাই মিলন, খোলা কাগজ প্রতিনিধি শাহিনুর ইসলাম, আবু হানিফ, বাসির উদ্দিন, দেলোয়ার হোসেন বাবু প্রমূখ।