বিএনপি নেতার পক্ষ থেকে রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯ পিএম
বিএনপি নেতার পক্ষ থেকে রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনা করে খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও খতনা কার্যক্রম চলমান রয়েছে। রূপসা- তেরোখাদা-দিঘলিয়া তথা খুলনা-৪ আসনের সাধারণ মানুষ বিনামূল্যে এই চিকিৎসা সেবা পাচ্ছেন। গরীব ও অসহায় মানুষের কথা গভীরভাবে চিন্তা করে তিনি রাজাপুর অক্সিজেন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল সেবা প্রদান করে যাচ্ছেন। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয়বহুল হয়ে পড়ায় অনেক অসচ্ছল মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা উপলব্ধি করে আজিজুল বারী হেলাল মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেন। তার এই কার্যক্রমের ফলে অসংখ্য দরিদ্র পরিবার চিকিৎসা সহায়তা পাচ্ছে এবং নতুন করে বেঁচে থাকার আশার আলো দেখছে। তার এই ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী জানান, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করাই একজন প্রকৃত জননেতার পরিচয় আর খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল সেই দায়িত্ব মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাচ্ছেন। তার এই ব্যতিক্রমধর্মী চিন্তার মাধ্যমে গরীব অসহায় হতদরিদ্র সহ বিভিন্ন পেশার মানুষ  ফ্রি মেডিকেল সেবা নিতে পারছে। সেই মোতাবেক বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপি রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে, রাজাপুর অক্সিজেন ব্যাংক ও দেবীপুর যুবসংঘ ব্লাড ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গাইনি, হৃদরোগ, বক্ষব্যাধি, কিডনী, লিভার, ডায়াবেটিস, নাক, কান, গলা সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা প্রদান এবং ফিজিওথেরাপি, ইসিজি, ইউরিন টেস্ট সহ বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। ডাক্তার হিসাবে চিকিৎসা প্রদান করেন ডাঃ আরাফাতুর রাহিব, ডাঃ মাজহারুল ইসলাম, ডাঃ খালিদ মাহমুদ শাওন, ডাঃ মাহিনুল ইসলাম, ডাঃ মোবাশশির আহমেদ, ডাঃ গোলাম তাহসিন চৌধুরী, ডাঃ আবুল হাসনাইন পাটোয়ারি, ডাঃ আমিনা আহমেদ মুনিয়া, ডাঃ রাজিয়া সুলতানা আখ, ডাঃ নাহিয়া হাসান অরিত্রী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন  মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।  শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন সঞ্জীব সরকার, হহযরত আলী, মঞ্জুরুল ইসলাম, তাপস ভট্টাচার্য, শেহেলী নাসরিন, জামাল উদ্দীন, উত্তম কুমার চ্যাটার্জী সৌমেন দেবনাথ। এছাড়া অন্যান্যর উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান বিপ্লব, রেজাউল ইসলাম রেজা, মাসুদ খান, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, দেবীপুর যুবসংঘ ব্লাড ব্যাংক পরিচালক জাহিদুল ইসলাম রবি, রাজাপুর অক্সিজেন ব্যাংক সভাপতি নয়ন মোড়ল, সাধারন সম্পাদক মাসুদ মীর, কৃষকদল নেতা কবীর শেখ, যুবদল নেতা শাহজামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, বিএনপি নেতা হালিম মোড়ল, রাজু দাস, আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, মাহফুজুর রহমান, মুসা হাওলাদার, শরিফুল, রাজীব, ওসমান গনি, নুরুল আমিন পাপ্পু, রাশেদুজ্জামান রাকিব, রেক্সনা, সুলতানা, ময়না, রাজন, আফসার, রাজাপুর অক্সিজেন ব্যাংকের প্রশান্ত বিশ্বাস, সাইফুল ইসলাম রাজু, সাইফুল ইসলাম, হাসান হাওলাদার, দেবীপুর যুবসংঘ ব্লাড ব্যাংকের জালাল শেখ, মুক্তার শেখ, তাপস দাস, রাসেল শেখ, চয়ন শেখ, মেহেদী হাসান, আলামিন, ফারুক হোসেন প্রমূখ।