সুনামগঞ্জ সদর ওয়াইপিএজির ফলো-আপ সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ পিএম
সুনামগঞ্জ সদর ওয়াইপিএজির ফলো-আপ সভা

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সতর ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উেেদ্যাগে ত্রৈমাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর পিএফজির সদস্য কর্ণবাবু দাস। স্বাগত বক্তব্য রাখেন কুদরত পাশা। ওয়াইপিএজির সমন্বয়কারী ইয়াহিয়া আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী অনন্যা তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য দেন, যুগ্ম সমন্বয়কারী আলী ইমরান, সদস্য ইব্রাহিম খলিল তুহিন,  মোহাম্মদ আলী, মাহফুজ আহমেদ, মিজানুর রহমান,  তুর্য দাস, উম্ম সুমাইয়া তাবাসসুম,  মুন্নী আক্তার, ফৌজিয়া রহমান ঊষা,  মাহবুবা আক্তার সুরাইয়া,  রুমি দাস, অর্পিতা তালুকদার প্রমূখ। বক্তারা বলেন, ওয়াইপিএজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সহিংসতামুক্ত করা, গণভোট সম্পর্কে প্রচার প্রচারণা এবং মানুষকে ভোট কেন্দ্র যেতে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে