আশাশুনিতে পোল্ট্রি ফার্মে অগ্নিকান্ড

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০২ পিএম
আশাশুনিতে পোল্ট্রি ফার্মে অগ্নিকান্ড

আশাশুনি সদরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে পোল্ট্রি ফার্মে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) দিবাগত রাত ৪ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  আশাশুনি দক্ষিণ পাড়ার মৃত তৃপ্তি কুমার মন্ডল (মাস্টার) এর ছেলে উত্তম কুমার দাস দীর্ঘদিন পোর্ট্রি ফার্ম স্থাপন করে পোল্ট্রি পালন করে আসছেন। ঘটনার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে পোল্ট্রি ফার্ম ও পাশের রান্না ঘরে  দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে প্রায় ৫০ সহস্রাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।  আশাশুনি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, থ্রি ফোর নাইন থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রনে আনতে পারায় ২ লক্ষ টাকার ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।