আশাশুনিতে শিক্ষকদের নিয়ে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধহাটা ও দরগাহপুর ক্লাষ্টারের সকল প্রধান শিক্ষকদের নিয়ে গনভোট বিষয়ক অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুজ্জামান হিমু। শিক্ষা অফিসার স্বপন কুমার নন্দীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, বিশেষ অতিথি ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ কর্মকার।