আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, অবৈধ অস্ত্র অনুপ্রবেশ রোধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল সদর দপ্তরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর বিজিবির অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ী যশোরের শার্শা ও চৌগাছা থানা এলাকায় নির্বাচনী কার্যক্রম তদারকি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে এই দুই উপজেলার সব ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনী এলাকার যশোর, গোপালগঞ্জ ও নড়াইল জেলার মোট ১৬টি থানায় ১১টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হবে। নির্বাচনে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী শার্শা ও চৌগাছা উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি ফোর্স মোতায়েন করা হবে বলে জানান তিনি। বর্তমানে বিজিবি সদস্যরা ‘অপারেশন ডেভিল হান্ট-২’ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সীমান্তে টহল জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে।