হত্যা মামলার আসামি জুনায়েদ রাজধানীর শনির আখড়ায় গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ পিএম
হত্যা মামলার আসামি জুনায়েদ রাজধানীর শনির আখড়ায় গ্রেফতার

র‌্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের অভিযানে ডিএমপি, ঢাকার কদমতলী থানা এলাকায় সংঘটিত খন্দকার রিয়াদ হোসেন সাগর মো: রিয়াদ (২৩) হত্যা মামলার প্রধান আসামি মো: জুনায়েদ হোসেন (২৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  গত (২৯ ডিসম্বের ২০২৫) তারিখ আনুমানিক রাত দেরটার সময় ভিকটিম খন্দকার রিয়াদ হোসেন সাগর মো: রিয়াদ (২৩) ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জাপানী বাজারস্থ সিকদার ভিলা নামক ভবনের ছাদের উপর ধূমপান করার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আসামি মো: জুনায়েদ হোসেন (২৫) ও তার স্ত্রীর সহযোগিতায় ভিকটিম রিয়াদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাকু দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করলে ভিকটিম গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম খন্দকার রিয়াদ হোসেন সাগর মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের মামাতো ভাই বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৪, তারিখ- ২৯/১২/২০২৫ খ্রি., ধারা- ৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩০৬/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরক আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার ১৪ জানুয়ারি রাতে র‌্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: জুনায়েদ হোসেন (২৫),পিতা- মো: আওলাদ হোসেন, সাং- ভিটি মালদা শেখ বাড়ী, থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে