নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সেবা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলা পরিষদ, ভূমি অফিস, সরকারি হাসপাতাল, এতিমখানা, প্রাথমিক বিদ্যালয় , মাধ্যমিক বিদ্যালয় ও থানা পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো: রওশন কবির, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র নাথ রায়, সহ উপজেলা সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ ডিমলা থানার পুলিশ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং সাধারণ জনগণের সেবা গ্রহণের অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। জেলা প্রশাসক বলেন, “সরকারি দপ্তরগুলোতে জনগণ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতেই এই আকস্মিক পরিদর্শন। দায়িত্বে গাফিলতি বরদাস্ত করা হবে না।” এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিদর্শনের সন্তুষ্ঠি প্রকাশ করেন।