রাজধানীর সায়দাবাদে ৫৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ পিএম
রাজধানীর সায়দাবাদে ৫৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল  ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে অনুমানিক ১৭,৪০,০০০/ (সতের লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যমানের ৫,৮০০ (পাঁচ হাজার আটশত) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: জামাল মাতবর @ তুহিন (২৬),পিতা- মৃত নুর মোহাম্মদ মাতবর, সাং- হাফিজনগর, থানা- সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে