ইসিতে ৬ষ্ঠ দিনে আপিলে বৈধ ৬০ প্রার্থী, বাতিল ৩৪

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:২৫ পিএম | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:২৫ পিএম
ইসিতে ৬ষ্ঠ দিনে আপিলে বৈধ ৬০ প্রার্থী, বাতিল ৩৪

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আপিল শুনানিতে ৩৪টি আবেদন নামঞ্জুর ও ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে ৬ষ্ঠ দিনের শুনানিতে এমন সিদ্ধান্ত হয়।

সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ষষ্ঠ দিনের আপিল শুনানি শুরু হয়। এরমধ্যে বৃহস্পতিবার ৩৫১ থেকে ৪২০ পর্যন্ত আপিলের শুনানি করে নির্বাচন কমিশন। এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের প্রথম দিনের শুনানি শেষে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি ওইদিন ১৫টি মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ৩টি স্থগিত রাখা হয়।

সবমিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৩৩৭ জন। পাশাপাশি এই সময়ে ১১৫ জনের আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া ৩৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

ইসি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিনে রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এরমধ্যে শুধু শেষ দিনেই (৯ জানুয়ারি) ১৭৬টি আপিল জমা পড়ে। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন।

আপনার জেলার সংবাদ পড়তে