কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় সাবেক সহকারী শিক্ষক মো. মহরম আলী (৮২) -এর দাফন হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় মরহুমের প্রিয় কর্মস্থল হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে অনুষ্ঠিত হয়। পরে তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্ৰামের কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ১৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার শুরুতে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন মরহুমের ছোট ছেলে (এপিবিএন ঢাকা) অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জহর ও এ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সরকার, হানিফ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো শাহ আলম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, শ্রমিক দলের আহবায়ক মনিরুল ইসলাম, হোমনা সরকার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, সহকর্মী যুগল কিশোর ভৌমিক, আবদুর রহমান, প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন ও মো. হুমায়ুন কবির , হোমনা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাফেজ মো. ইব্রাহিম, সাবেক বিআরডিবির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, সাবেক শিক্ষক মো. মোকবল হোসেন, মরহুমের ভাতিজা মনিরুজ্জামান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হোমনা থানার প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন। জানাজায় শিক্ষক, সহকর্মী, ছাত্র, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শ' মুসল্লি জানাযায় অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭২-২০১০ সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।