রাজধানীর যাত্রাবাড়ীতে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৬ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৫৫,২০০/- (পঞ্চান্ন হাজার দুইশত) টাকা মূল্যের ১৩৮ (একশত আটত্রিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ৩০ গ্রাম উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: রিপন হোসেন (৪৫),পিতা- মৃত আনা মিয়া পাটোয়ারী, সাং- সুখদি, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে