বাবুগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:০২ এএম
বাবুগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে সরকারি ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভিপি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হেল মাফি। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে