রাজধানীতে সাততলা ভবনে ভয়াবহ আগুন, তিনজনের মৃত্যু

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:২১ এএম | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:১৪ এএম
রাজধানীতে সাততলা ভবনে ভয়াবহ আগুন, তিনজনের মৃত্যু
ছবি, সংগৃহিত

রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। তবে এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

শুক্রবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, “শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।”

তিনি আরও জানান, “অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।”

আপনার জেলার সংবাদ পড়তে