নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:৩৫ পিএম
নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সাথে কলাপাড়ার সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  প্রবীণ শিক্ষক লুফ্রু হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, আগামী আগামীতে যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি। প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাই দক্ষিণাঞ্চলের উন্নয়নে ১৯৭৯ সালের পর পটুয়াখালী ৪ আসনে আবার ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হলে পায়রা সমুদ্র বন্দরসহ একাধিক বিদ্যুৎ কেন্দ্র, কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে। ২০০৪ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলাপাড়ায় এসে বিশাল জনসভায় যে উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন তা তিনি বাস্তবায়ন করেছিলেন। কলাপাড়ার বর্তমান দৃশ্যমান যে উন্নয়ন তা বিএনপির শাসন আমলে হয়েছিল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের  প্রফেসর ড.কামরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক মহিবুল্লাহ মহিব, স্থপতি ইয়াকুব খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট   আব্দুর রব প্রমুখ। আলোচনা সভার শুরুতে বিএনপি'র প্রার্থী এবিএম মোশারফ হোসেনের আগামীর উন্নয়ন পরিকল্পনার  ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় কলাপাড়ার বিভিন্ন স্তরের সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আপনার জেলার সংবাদ পড়তে