লক্ষ্ণীপুরের চন্দ্রগঞ্জ থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ ফারুক হোসেনকে আটক করেছে র্যাব- ১১ সিপিসি-৩, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল উপজেলার আমান উল্লাহপুর থেকে তাকে আটক করে। সে চন্দ্রগঞ্জ থানার একাধিক মামলা সহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার আসামি। এছাড়া ও তার বিরুদ্ধে অস্ত্র মামলার ওয়ারেন্ট সহ একাধিক ডাকাতি মামলা,চাঁদাবাজি মামলার পলাতক আসামি। সে চন্দ্রগঞ্জ থানার উত্তর মাগুরী বড় বাড়ির নুর মিয়ার পুত্র। দীর্ঘদিন যাবত বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মোহিত কবির সেরনিয়াবাত। তার বিরুদ্ধে আইন-আনুগ ব্যবস্থা গ্রহণ করতে তাকে লক্ষ্ণীপুরে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।