তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম সাদী; তজুমদ্দিন, ভোলা) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৮ পিএম
তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ভোলার তজুমুদ্দিনে যানাজা নামাজ শেষে বাড়ি  ফেরার পথে অটোরিকশার ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মোঃ বাবুল (৪৫)। তিনি পেশায় মুদি দোকানদার। তাঁর পিতা মোঃ গেদু মাঝি। তিনি তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের কেয়ামূল্যা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাবুল তাঁর ভাগ্নির জানাজা শেষে আড়ালিয়া হাওলাদার বাড়ির পূর্ব পার্শ্বের মোড়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোরিকশা পিছনের দিকে ঘোরাতে গিয়ে তাঁকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিতে হাসপাতালে আনার আগেই মারা যান।  ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে