ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পরপরই বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দলটির সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার তিনি বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, দেশবাসী একটি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়। তিনি আরও বলেন, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে, এ দেশের মানুষ বিকল্প রাজনীতির পথে হাঁটতে চায়। গণসংযোগকালে স্থানীয় জনগণ ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান এবং আগামীর রাজনীতিতে ইসলামী নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।