উপজেলা প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৩১ পিএম
উপজেলা প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনকেন্দ্রে। পারিবারিক এই মিলনমেলার আহবায়ক ও সংগঠনের সহসম্পাদক আল-মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ  আহমদ, সহ-সভাপতি মুঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন আহবায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমন। এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য ইয়াহিয়া খান রুবেল, মোঃ নুরুজ্জামান, দেলোয়ার হোসেন রনি, ইমরান আলী, ইমরান আলী বাবু ও আজিজুল হক । এই মিলন মেলার আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, আনন্দঘন আড্ডা ও নানাবিধ বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ এবং সহকর্মীদের আন্তরিক উপস্থিতিতে সারাদিনজুড়ে প্রাণচাঞ্চল্য বজায় থাকে। প্রতিবছর এই পারিবারিক মিলনমেলা করা হবে বলে ক্লাবের সভাপতি ও সম্পাদক জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে