ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সিরিয়ার কৃষকদের ২৫০টি ছাগল চুরির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে গোলান মালভূমি সংলগ্ন সিরীয় সীমান্তে অভিযানের সময় গোলানি ব্রিগেডের একদল সেনা স্থানীয় কৃষকদের একটি বড় ছাগলের পাল জোরপূর্বক ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে।
পরিকল্পিত এই চুরির ঘটনায় আগে থেকেই ট্রাক প্রস্তুত রাখা হয়েছিল বলে জানা গেছে। সীমান্ত পার করার পরপরই ছাগলগুলোকে ট্রাকে করে পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতি ও খামারে পাঠিয়ে দেওয়া হয়। তবে পরদিন সকালে গোলান মালভূমি এলাকায় বেশ কিছু ছাগলকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় ইসরায়েলি কৃষকরা সেনাবাহিনীতে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ছাগলগুলোর কোনো নির্দিষ্ট চিহ্ন ছিল না এবং সেগুলোকে টিকাও দেওয়া হয়নি। পুরো পালের একটি বড় অংশ উদ্ধার করা গেলেও বেশ কিছু ছাগল এখনো নিখোঁজ রয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই অভিযানটি মোটেও অনুমোদিত ছিল না। ইতিমধ্যে দোষী সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে; যার মধ্যে স্কোয়াড কমান্ডারকে বহিষ্কার এবং কোম্পানি কমান্ডারকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে। বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।