যশোরের মণিরামপুরে শুক্রবার বিকেলে কুয়াদা বাজারে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোজগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদারের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শামছুজ্জামান দীপু, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবু, শফিয়ার তরফদার, হারুন আর রশিদ প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুরুপভাবে শুক্রবার সন্ধ্যায় সাতনল বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, খানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম, আজিজুর রহমান. খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিবর রহমান প্রমুখ।